Primary Assistant Teacher Exam Preparation 2023 – প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

In preparation for the primary recruitment exam, you will find some questions and answers in this article. The exam is going to be held soon so that all the candidates who are willing to prepare, collect information from here.

There are question papers and answers on many subjects. It is a solution to prepare for the primary assistant teacher recruitment test. The article has been published for 2023 candidates.

Preparations for the Primary Teacher Recruitment Examination of all the subjects selected last year and some new Bangla and English. Start studying now, the examination may be held in April. See the preparation for the Primary Assistant Teacher Recruitment Exam below…

Choose the correct passive voice form of the following sentence: Whom did they accused?

(ক) By whom was he accused?

(খ) Who was accused by them?

(গ) Whom were accused by them?

(ঘ) By whom he was accused?

What is the meaning of ‘To make oneself at home’?

(ক) to be upset (খ) to be comfortable

(গ) to be miserable (ঘ) to be happy

English are industrious.

(ক) An (খ) A (গ) The (ঘ) None

২৪। Choose the correct sentence.

(ক) What do you prefer most?

(খ) What do you prefer?

(গ) What do you prefer more?

(ঘ) What do you prefer best?

The adjective of the work laugh.

(ক) laughable (খ) laugh

(গ) laughing (ঘ) laughingly

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্য:
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা?
উত্তর: রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?
উত্তর: বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে?
উত্তর: নির্মেলেন্দু গুণ
০৪) আধ্যাত্মিকা”গ্রন্থের লেখক কে?
উত্তর: প্যারিচাঁদ মিত্র
০৫) চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা”কার কবিতা?
উত্তর: শামসুর রাহমানের
০৭) শূন্যপুরাণ”রচনা করেন কে?
উত্তর: রামাই পণ্ডিত
০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: আকাল
০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের “ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?
উত্তর: ইন্দিরা দেবীকে।
১০) রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহ”ঠাকুরের
পদাবলীর ভাষা কী?
উত্তর: ব্রজবুলি
১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২) বর্ণপরিচয়”এর রচয়িতা কে?
উত্তর: ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
১৩) অশোক সৈয়দ”কার ছন্মনাম?
উত্তর: আব্দুল মান্নান সৈয়দ এর।
১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে?
উত্তর: শাহ্ আব্দুল করিমের।
১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে?
উত্তর: গোবিন্দ হালদার

১৬) সনেট এর কয়টি অংশ?
উত্তর: ২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত
১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য
# উত্তর: উত্তর: ব্যাকরণ
২০) ব্যাকরণ ভাষাকে কী করে?
উত্তর: _বিশ্লেষণ করে।
২১) স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়?
উত্তর: আদি স্বরাগম
২২) অনাদর শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর: ন আদর
২৩) মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য
২৪)’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি?
উত্তর: তাড়নজাত
২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়?
উত্তর: তৎসম বা সংস্কৃত শব্দে।
২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
২৭)পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পিতৃ+আলয়
২৮)পরস্পর”কোন ধরনের সন্ধি?
উত্তর: নিপাতনে সিদ্ধ
২৯)সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি?
উত্তর: ব্যঞ্জন সন্ধি
৩০)পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পরি+ঈক্ষা
৩১)কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
উত্তর: সাৎ
৩২)সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা থেকে।
৩৩)আলোছায়া” পদটি কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
৩৪)প্রভাতে উঠিল রবি লোহিত বরণ”
এখানে ‘প্রভাতে’ কোন কারকে?
উত্তর: অধিকরণে ৭মী
৩৫)”ষোলকলা’শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ
৩৬)”ফুটিফাটা” বাগধারার অর্থ কী?
উত্তর: চৌচির
৩৭)যা দমন করা যায় না” এক কথায় কী?
উত্তর: অদম্য
৩৮)যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?
উত্তর: হাতুড়ে
৩৯)বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়?
উত্তর: বিখ্যাত।

৪০)প্রাচ্য এর বিপরীত কী?
উত্তর: প্রতীচ্য
৪১)নির্মল শব্দের বিপরীত কী?
উত্তর: পঙ্কিল
৪২)”Pragmatic”এর সঠিক অর্থ কী?
উত্তর: বাস্তবধর্মী
৪৩)Justification for”এর সঠিক অনুবাদ
উত্তর: সমর্থন।
# বাংলাদেশ_বিষয়াবলি_ও_ইংরে
৪৪)খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি
৪৫)বর্ণালি ও শুভ্রা” কিসের জাত?
উত্তর: উন্নত জাতের ভুট্টা
৪৬)বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?
উত্তর: ১১ডিসেম্বর ২০১৭ সালে।
৪৭)মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলায়।
৪৮) ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে।
৪৯)ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
৫০)মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮নং সেক্টরে।
৫১)বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
৫২)বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
৫৩)মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাটলিপুত্রে
৫৪)বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: রাজা শশাঙ্ক
৫৫)প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: মুহম্মদ বিন কাশিম
৫৬)শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ
৫৭)কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৫৮)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম.ইউসুফ আলী
৫৯)স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৪এপ্রিল ১৯৭২ সালে।
৬০)রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: রংপুর ও শেরপুরে।
৬১)বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?
উত্তর: ৭টি
৬২)বর্তমানে মোট উপজেলা কতটি?
উত্তর: ৪৯২টি
৬৩)”Product of the year-2018 কোন পণ্যটি?
উত্তর: ওষুধ
৬৪)বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?
উত্তর: দর্শনা-জগতি(কুষ্টিয়া)
৬৫)সংবিধান দিবস কত তারিখে?
উত্তর: ৪ নভেম্বরে।
৬৬)সংবিধানের কোন অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে?
উত্তর: ৩৬ নং অনুচ্ছেদে।

English
৬৭) A person devoid of knowledge”
উত্তর: Ignorant
৬৮) The book “Ivanhoe”is written by?
উত্তর: Sir Walter Scott
৬৯)The poem”Solitary Reaper”is written by?
উত্তর: William Wordsworth
৭০)The man lapsedউত্তর: _past memories”
উত্তর: _into
৭১)Divide the moneyউত্তর: the two boys”
উত্তর: between
৭২)Kamal is goodউত্তর: cricket.
উত্তর: at
৭৩)I shall do itউত্তর: pleasure.
উত্তর: with
৭৪)I am fatiguedউত্তর: wide travelling.
উত্তর: by
৭৫)He is used toউত্তর: hard.
উত্তর: working
৭৬)The committeeউত্তর: divided in their opinion.
উত্তর: were
৭৭)Nine thousand takaউত্তর: a good
amount of money.
উত্তর: is
৭৮)The word “substantiate”is a
উত্তর: verb
৭৯)The word “decision”is a
উত্তর: noun
৮০)The word “wonderful”is a/an
উত্তর: adjective

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker